'আমরা এখানে জিততে এসেছি'

ডর্টমুন্ডের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চায় পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে এবার একই গ্রুপে পড়েছিল দলদুটি। সেখানে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে ফিরতে হয়েছিল পিএসজিকে। এর আগেও ইদুনা পার্কে কখনোই জিততে পারেনি তারা। ভাগ্যের ফেরে সেমি-ফাইনালে আবার মুখোমুখি দলদুটি। এবার অধরা জয় তুলে নিতে চায় প্যারিসের ক্লাবটি।

আজ বুধবার রাতেই ফাইনালে ওঠার লড়াইয়ে ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি। আর এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছেন না দলের তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোস, 'আমরা এই স্টেডিয়ামটিকে চিনি। এখানে খেলাটা বিশেষ। আমরা এখানে জিততে এসেছি। আমরা নিজেদের উপর আস্থা রাখি এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করতে প্রস্তুত।'

চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন রামোস। আর এসেই দলের অনেক পরিবর্তন দেখেছেন। তবে দলটি এখন অনেক বেশি গোছানো বলে মনে করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড, 'এটা এখন দলের চেয়েও বেশি। আমরা কাজ করার এবং একে অপরকে জানতে সময় পেয়েছি। এখন আমরা একটি পরিবারের মতো।' 

তবে কোচ লুইস এনরিকে বললেন ভিন্ন কথা। এমনকি নিজেদের ফেভারিট মানতেও নারাজ তিনি। তারচেয়ে ম্যাচ উপভোগ করার দিকেই দৃষ্টি তার, 'আমরা এখানে এটি উপভোগ করতে এসেছি। ফাইনালে উঠে আমাদের সমর্থকদের খুশি করার সুযোগ রয়েছে। এর যোগ্যতা অর্জন করেছি আমরা। আমরা উপভোগ করার চেষ্টা করব।'

ঘরের মাঠের ৮০ হাজার আসনের শক্তিশালী দুর্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সবশেষে ১০টি ম্যাচ অপরাজিত রয়েছে ডর্টমুন্ড। এইবারই নিজেদের মাঠে ২-০ গোলে জিতলেও ডর্টমুন্ডের মাঠে ১-১ গোলে ড্র করতে হয়েছিল পিএসজিকে। তাই স্বাগতিকদের হারানো যে বেশ কঠিন হবে তা ভালো করেই জানেন পিএসজি কোচ।

'আপনি যখন এই ধরনের স্টেডিয়ামে আসেন সেটা একটি আনন্দের বিষয়। আপনি যেখানে আছেন এবং আপনি ফুটবলার হিসেবেও যেখানে আছেন তা উপভোগ করতে হবে। আগামীকাল (আজ) আমরা এর অভিজ্ঞতা নেব। আমরা দুটি দুর্দান্ত ম্যাচ খেলতে প্রস্তুত এবং দুটিই জিততে চাই,' বলেন এনরিকে।

Comments

The Daily Star  | English
What constitutes hurting religious sentiments

Column by Mahfuz Anam: What constitutes hurting religious sentiments?

The issue of religious tolerance have become a matter of great concern as we see a global rise in narrow-mindedness, prejudice and hatred.

8h ago