শেয়ারবাজার

টানা ষষ্ঠ দিন ঢাকা শেয়ারবাজারের সূচকের পতন

ডিএসইতে আজ টার্নওভার ৬ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি টাকায়।
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে দুই হাজার ৫১ পয়েন্টে লেনদেন শেষ হয়।

ডিএসইতে আজ টার্নওভার ৬ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি টাকায়।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজ ১৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

Comments