সীতাকুণ্ড

অক্সিজেন প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্ল্যান্টে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুম থেকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, এই বিস্ফোরণ নিয়ে ঘটনাস্থল থেকে ব্রিফ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।

তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে, প্রথমে প্ল্যান্টে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে একে একে অন্য সিলিন্ডারগুলোও বিস্ফোরিত হতে থাকে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।'

'এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, ৩০ জনের অধিক আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে', যোগ করেন তিনি। 

 

Comments