আচরণবিধি লঙ্ঘন: শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৩ দিনের কারাদণ্ড

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন
কামাল হাসান। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে গাজীপুরের শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের সমর্থক কামাল হাসানকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘোড়া মার্কার সমর্থক কামাল হাসান আচরণ বিধি লঙ্ঘন করায় ম্যাজিস্ট্রেট তাকে আটকসহ তিন দিনের কারাদণ্ড দেন।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা চেয়ারম্যান পদে জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। জামিল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

Comments