লক্ষ্মীপুরে বসতঘর চাপায় শিশুর মৃত্যু, আহত ১

দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ওই শিশুর নাম ফারিয়া আক্তার (৭)। সে উপজেলার দক্ষিণ চঙ্গিরগাঁও গ্রামের মো. সবুজ মিয়ার মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন শিশুটির নানী হোসনেয়ারা বেগম (৬৫)।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, দুপুর দেড়টার দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচন্ড বেগে ঝড়োবাতাস শুরু হলে সবুজ মিয়ার ঘরটি পড়ে যায়। ঘরচাপা পড়ে সবুজের মেয়ে ও শ্বাশুড়ি আহত হয়। স্থানীয় লোকজন ঘরের ভেতর থেকে নানীকে জীবিত এবং নাতিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি নিয়ম অনুয়ায়ী মৃত শিশুটির পরিবারকে সহায়তা দেওয়া হবে। পড়ে যাওয়া ঘরটি নতুনভাবে করে দেওয়া হবে।

Comments