দেশে ১২ বছরে চা উৎপাদন বেড়েছে ৬১ শতাংশ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে গত ১২ বছরে চায়ের উৎপাদন প্রায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
স্টার ফাইল ফটো

বাংলাদেশে গত ১২ বছরে চায়ের উৎপাদন প্রায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ২০০৯ সালে বাংলাদেশে ৬০ হাজার টন চা উৎপাদন হয়, যা ২০২১ সালে বেড়ে ৯৬,৫১০ টন হয়েছে।

মন্ত্রী বলেন, মোট উৎপাদনের মধ্যে ১৪ হাজার ৫৫০ টন চা উৎপন্ন হয়েছে উত্তরের জেলা-পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে।

তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে সরকার চা রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় জাতীয় চা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের চা দিবসের প্রতিপাদ্য হলো 'চা দিবসের সংকল্প, সমৃদ্ধ চা শিল্প'।

পঞ্চগড়ে চা দিবস পালন

জাতীয় চা দিবস উপলক্ষে আজ পঞ্চগড় শহরে র‍্যালি, আলোচনা ও প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আজ সকালে পঞ্চগড় কালেক্টরেট ভবন চত্বরে দিনব্যাপী চা প্রদর্শনী উদ্বোধন করেন।

আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, প্রদর্শনীতে প্রায় ২০টি স্টলে বিভিন্ন চা কারখানা এবং কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে।

২০২১ সালে উত্তরের পাঁচটি জেলায় প্রায় ১ হাজার ২৬৩ একর জমি চা চাষের আওতায় আনা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগদান করেন। এই খাতে তার অসামান্য অবদানের জন্য এই দিনটিতে জাতীয় চা দিবস পালিত হয়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

1h ago