অ্যাশেজ- ২০২১/২২

খেলার তিনদিন আগে একাদশ জানিয়ে অস্ট্রেলিয়ার বিরল নজির

ব্রিসবেনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এবারের অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর। রোববার (৫ ডিসেম্বর) তিন দিন আগে কামিন্স জানিয়ে দেন কারা খেলছেন প্রথম টেস্টে।
Pat Cummins
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ফাইল ছবি

সাধারণত ম্যাচের আগের দিন একাদশ জানিয়ে দেওয়ার রীতি পালন করে আসছে অস্ট্রেলিয়া। একই রীতিতে চলতে দেখা যায় ইংল্যান্ডকেও। ভারত, পাকিস্তানও মাঝে মাঝে অনুসরণ করে তা। তবে এবার সব ছাপিয়ে গেল অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে টেস্টের তিন দিন আগেই একাদশ জানিয়ে দিলেন প্যাট কামিন্স।

ব্রিসবেনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এবারের অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর। রোববার (৫ ডিসেম্বর) তিন দিন আগে কামিন্স জানিয়ে দেন কারা খেলছেন প্রথম টেস্টে। অবশ্য বেশিরভাগ জায়গা নিয়ে খুব বেশি জল্পনারও ছিল না। পাঁচ নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে কিছুটা দোলাচল ছিল। দারুণ ছন্দে থাকা উসমান খাওয়াজা নাকি ট্রেভিস হেড? শেষ পর্যন্ত ট্রেভিস হেড পাচ্ছেন সে দায়িত্ব।  এদের একজনকে বেছে নেওয়া ভীষণ শক্ত ছিল বলে জানান অধিনায়ক কামিন্স।

উইকেটকিপার হিসেবে অভিষেক হতে যাওয়া অ্যালেক্স ক্যারি নামবেন সাতে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে মার্কাস হ্যারিসকে।

একাদশ তিনজন বিশেষজ্ঞ পেসার রেখেছে স্বাগতিকরা। তাদের সঙ্গে পেস অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন। একমাত্র স্পিনার হিসেবে থাকছেন ন্যাথান লায়ন।

অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, আলেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

52m ago