টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক, নাঈমের অভিষেক

মুশফিক না থাকায় কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে একাদশে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস তাই খেলছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। বোলিং আক্রমণে কোন বদল আনেনি বাংলাদেশ।
Toss

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বপ্ন নিয়ে নামা ম্যাচেও টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। অনুমিতভাবেই আগে ফিল্ডিং বেছে নিয়েছেন মুমিনুল হক। চোটে থাকায় আগেই নিশ্চিত ছিল এই ম্যাচে খেলছেন না মাহমুদুল হাসান জয়, তার জায়গায় অভিষেক হয়েছে নাঈম শেখের। তবে বাংলাদেশের জন্য শেষ মুহূর্তে এসেছে আরেকটি খারাপ খবর। কুঁচকির চোটের কারণে নেই মুশফিকুর রহিমও।

মুশফিক না থাকায় কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে একাদশে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস তাই খেলছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। বোলিং আক্রমণে কোন বদল আনেনি বাংলাদেশ।

রোববার সিরিজ বাঁচানোর ম্যাচে মরিয়া নিউজিল্যান্ড ঘাসে ভরা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে একাদশে রেখেছে পাঁচ পেসার। আগের টেস্ট খেলা স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের জায়গায় তারা দলে নিয়েছে পেস অলরাউন্ডার ড্যারেল মিচেলকে।

বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হলো নাঈমের। বাঁহাতি এই তরুণ ওপেনারের প্রথম শ্রেণীর পরিসংখ্যান খুবই বিবর্ণ। গত ১৯ মাস ধরে প্রথম শ্রেণীর কোন ম্যাচই খেলেননি তিনি। ৬টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে তার গড় ১৬.৬৩। অনেক প্রশ্ন থাকলেও তাকে নিউজিল্যান্ড বয়ে নিয়ে গেছে বাংলাদেশ। এবার তাকে একাদশেও রাখা হলো।

মুশফিক না থাকায় মিডল অর্ডারে এক ধাপ উপরে ব্যাট করবেন লিটন। তাকে নিতে হবে বাড়তি দায়িত্ব। সেকারণে এই টেস্টে কিপিং থেকে মুক্ত তিনি। 

মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্টে ৮ উইকেটের ঐতিহাসিক জয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেইলরম হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago