দুই কিংবদন্তির নামে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি

দুই যুগ পর আবার পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে এ ঐতিহাসিক টেস্ট ম্যাচ। আর এই সিরিজের নাম রাখা হল দুই কিংবদন্তির নামে। অস্ট্রেলিয়ার রিচি বেনো এবং পাকিস্তানের আবদুল কাদিরের নামানুসারে এই ট্রফির নাম রাখা হয়েছে বেনো-কাদির ট্রফি।
বুধবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই ট্রফির উন্মোচন করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একই ভেন্যুতে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল থেকে।
তবে শুধু এ সিরিজের জন্যই নয়, এটি একটি চিরস্থায়ী ট্রফি হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের মধ্যকার প্রতিটি টেস্ট সিরিজের শেষে উপস্থাপন করা হবে এ ট্রফি।
১৯৫৬ সালে পাকিস্তানের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট দলের সদস্য ছিলেন বেনো। এশিয়ার কোনো দেশে সেটাই ছিল অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন বেনো। করাচির সেই টেস্ট ম্যাচ হেরে যায় অজিরা। পরে ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হন বেনো। অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে বেশি সুনাম অর্জন করেছিলেন তিনি। ২০১৫ সালে মারা যান এ কিংবদন্তি।
অন্য দিকে, পাকিস্তান তথা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা স্পিনার কাদির। তার সময়ে তার মতো স্পিনার প্রায় ছিলই না। পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্টে ২৩৬টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ টেস্টে নিয়েছেন ৪৫ উইকেট। কাদিরকে অনেক শ্রদ্ধাও করতেন বেনো।
দুই দেশের এ ঐতিহাসিক সিরিজের ট্রফিতে কাদিরের সঙ্গে বেনোর নাম থাকায় দারুণ উচ্ছ্বসিত বেনোর স্ত্রী ড্যাফনি। পিসিবি জারি করা একটি বিবৃতিতে বলেছেন, 'আব্দুল কাদিরের সঙ্গে এই ট্রফিতে রিচির নাম থাকার জন্য আমার অনুমোদন দিতে পেরে আমি আনন্দিত। কাদিরের প্রতি রিচির খুব শ্রদ্ধা ছিল এবং দুজনেই লেগ-স্পিনার ছিলে তাতে চমৎকার মিলও রয়েছে।'
Comments