নেপালে তামিমদের ম্যাচ বৃষ্টিতে পণ্ড

হাঁটুর চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল। তবে চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন তিনি। কিন্তু কেবল ফিল্ডিংই করেই সান্ত্বনা পেতে হলো তাকে। বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) পোখারা রাইনোজের বিপক্ষে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার আগে দারুণ অবস্থায় ছিল তামিমের দল ভৈরাওয়া। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পোখারা। তবে স্বস্তিতে ছিল না তারা। দুর্গেশ গুপ্তার তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ১২ রানেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
এরপর অবশ্য আসেলা গুনারাত্নে ও বিবেক যাদবের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল দলটি। কিন্তু লাভ হয়নি। গুনারাত্নেকে রানআউট করে ফের তাদের চাপে ফেলে দেন তামিম। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে ৬৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। ম্যাচের একাদশ ওভারে বৃষ্টি হানা দেওয়ার পর আর খেলা সম্ভব না হলে পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
উল্লেখ্য, হাঁটুর চোটে বাংলাদেশের হয়ে সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। ম্যাচ ফিটনেসে ঘাটতি অনুভব করায় পরে বাংলাদেশের বিশ্বকাপ দলের বিবেচনা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পোখারা রাইনোজ: ১০.১ ওভারে ৬৫/৭ (লেভি ০, ধামালা ১, রাওয়াল ৬, বান্দারি ০, লোকেশ ০, গুনারত্নে ২৩, বিবেক ১৬*, উইলিয়ামস ০, বিক্রম ৭*; প্রসাদ ১/৪, দুর্গেশ ৩/১৬, অবিনাশ ১/১১, আরিফ ০/১৩, তুল বাহাদুর ১/১৮)।
ফলাফল: ম্যাচ পরিত্যক্ত।
Comments