পারফরম্যান্স দিয়েই ক্রিকেটারদের ঝাল মেটাতে বললেন রমিজ

কঠিন পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন পিসিবি প্রধান।
ছবি: এএফপি

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড দল সফর বাতিল করায় ভীষণ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন কঠিন পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। হতাশা দূরে ঠেলে পারফরম্যান্সের মাধ্যমে সমুচিত জবাব দিতে আহ্বান করেছেন পিসিবি প্রধান।

কিউইরা সফর বাতিলের পরদিন শনিবার এক ভিডিও বার্তায় রমিজ বলেছেন, মাঠের খেলা দিয়েই মেটাতে হবে মনের সমস্ত ঝাল, 'তোমাদের হতাশা ও ক্ষোভ দূর করতে হবে পারফরম্যান্সের মধ্যে দিয়ে। যখন তোমরা বিশ্বমানের দল হবে, তখন সবাই তোমাদের সঙ্গে খেলার জন্য লাইন দিবে। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই। এগিয়ে যেতে হবে এবং শক্ত থাকতে হবে। হতাশ হওয়ার প্রয়োজন নেই।'

নিউজিল্যান্ডের আচমকা এমন সিদ্ধান্তে পাকিস্তানে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়া শঙ্কার মুখে পড়লেও পিসিবি চেয়ারম্যান শুনিয়েছেন অভয়বাণী, 'আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করব এবং শিগগিরই তোমরা সুখবর ও ভালো ফল পাবে।'

অতীতেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেসব থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, 'এই যন্ত্রণা আমাদের ভাগাভাগি করে নিতে হবে এবং যা ঘটেছে তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি কিন্তু প্রতিবারই সামনে এগিয়ে গিয়েছি। আমাদের অনেক দৃঢ়তা ও শক্তি রয়েছে এবং সেটার উৎস আমাদের ভক্ত-সমর্থক ও দল।'

আগের দিন সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ডের। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। কিন্তু সকাল থেকে কোনো দলই তাদের হোটেল ছাড়েনি। পিন্ডি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি।

অনেক অনিশ্চয়তার পর এনজেডসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকিতে গোটা সফর বাতিলের সিদ্ধান্ত জানায়। ততক্ষণে পেরিয়ে গিয়েছিল টসের সময়। পরে পিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করে হতাশা।

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

11h ago