বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই

বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এদের কাউকেই রাখা হয়নি। বিশ্বকাপের মূল দলে না থাকা টম ল্যাথামকে করা হয়েছে বাংলাদেশ সফরের অধিনায়ক।
ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পুরো স্কোয়াডকে ভারতের বিপক্ষে খেলালেও বাংলাদেশ ও পাকিস্তান সফরে তাদের কাউকেই পাঠাচ্ছে না তারা। টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল।

১৬ জনের বিশ্বকাপ ও ভারত সফরের দলে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। সেখানে আছেন সম্ভাব্য সেরা সব তারকা। মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, টিম সেইফার্টদের নিয়ে দারুণ ব্যাটিং লাইনআপ তাদের।

বোলিং আক্রমণে টিম সাউদির নেতৃত্বে আছেন কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেনরা। বাঁহাতি স্পিনে মিচেল স্যান্টনারের সঙ্গে লেগ স্পিনার ইশ সোধি, টড অ্যাস্টলরা আছেন।

বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এদের কাউকেই রাখা হয়নি। বিশ্বকাপের মূল দলে না থাকা টম ল্যাথামকে করা হয়েছে বাংলাদেশ সফরের অধিনায়ক। তার নেতৃত্বে এক ঝাঁক নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসবে কিউইরা। সেপ্টেম্বরের শেষে তারা সফর করবে পাকিস্তানেও। তবে পাকিস্তান সফরে টি-টোয়েন্টিতে বিশ্বকাপ স্কোয়াডের পাঁচজনকে রাখা হয়েছে। তারা হলেন মার্টিন গাপটিল, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, টড অ্যাস্টল ও ইশ সোধি।

২৪ অগাস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ড দল ঘোষণা করল এমন দিনে যখন কিনা অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের ফল দেখেও বাংলাদেশের মন্থর ও টার্নিং উইকেটে মূল দলকে পাঠাচ্ছে না তারা।

বিশ্বকাপ ও ভারত সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:  ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে (চোট সাপেক্ষে বাড়তি সদস্য)।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং। 

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago