মঙ্গলবার থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের সব তারকা ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকায়। তাদের ছাড়া আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
তবে অন্যান্য বারের মতো এবার ১২টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে না এ আসর। শেষ দিকে এসে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে প্রাইম দোলেশ্বর। ফলে বাকি ১১ দল নিয়ে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াই। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে ৩টি ম্যাচ। যেখানে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
একই দিনের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে আরেক নবাগত দল সিটি ক্লাব। আর চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার অংশ নেওয়া ১১টি দল
মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি
প্রথম রাউন্ড
১৫ মার্চ - আবাহনী লিমিটেড বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, মিরপুর
১৫ মার্চ - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩
১৫ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৪
১৬ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি-৩
১৬ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মিরপুর
দ্বিতীয় রাউন্ড
১৮ মার্চ - প্রাইম ব্যাক ক্রিকেট ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪
১৮ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম সিটি ক্লাব, মিরপুর
১৮ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৩
১৯ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, মিরপুর
১৯ মার্চ - ব্রাদার্স ইউনিয়ন বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩
Comments