ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০২২

সুপার লিগের ম্যাচ দেখা যাবে টিভিতে, থাকছে রিজার্ভ ডে

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
Mashrafe Mortaza
ছবি: বিসিবি

বৃষ্টি মৌসুম চলে আসায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচগুলো নিয়ে ছিল শঙ্কা। তবে খারাপ আবহাওয়া যেন শিরোপার হিসাব গড়ে না দেয় সেজন্য ব্যবস্থা নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সুপার লিগের প্রতিটি রাউন্ডেই রাখা হয়েছে রিজার্ভ ডে। এছাড়া মিরপুরের ম্যাচগুলো দেখা যাবে দুটি টেলিভিশন চ্যানেলে।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সভার এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মিরপুরে হতে যাওয়া পাঁচটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ''সুপার লিগের ম্যাচগুলো আমরা সম্প্রচারের সিদ্ধান্তে এসেছি।  প্রতিদিন তিনটি করে ম্যাচ, প্রতিটি ম্যাচই সম্প্রচার করা হবে। মিরপুরের খেলাগুলো টিভিতে লাইভ যাবে, বিকেএসপির দুটি ম্যাচ ডিজিটাল প্ল্যাটফর্মে (পিচভিশন প্রযুক্তিতে) লাইভ হবে।' খেলা দেখানোর সত্ত্ব পেয়েছে দুই বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।

এবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

১৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে শুরু হবে সুপার লিগের খেলা। বিকেএসপির তিন নম্বর মাঠে  লড়বে শেখ জামাল-গাজি গ্রুপ। চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষে রূপগঞ্জ টাইগার্স। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে প্রাইম ব্যাংক।

কোন কারণে ওই দিন খেলা না হলে ম্যাচগুলো হবে পরদিন। একইভাবে দ্বিতীয় রাউন্ডের খেলা ২১ এপ্রিল, ২২ এপ্রিল থাকছে রিজার্ভ ডে। এভাবে বাকি তিন রাউন্ডের পরদিনও বরাদ্দ থাকছে রিজার্ভ ডে। ২৪ এপ্রিল হবে তৃতীয় রাউন্ড ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ড ও ২৮ এপ্রিল হবে পঞ্চম ও শেষ রাউন্ডের খেলা।

রেলিগেশন লিগের তিন ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। ১৮ এপ্রিল সিটি ক্লাব খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। ২১ এপ্রিল ব্রাদার্সের মুখোমুখি হবে তলানিতে থাকা খেলাঘর। ২৪ এপ্রিল শেষ ম্যাচে সিটি ক্লাবের সামনে দাঁড়াবে ব্রাদার্স। সুপার লিগে থাকলেও রেলিগেশন লিগে কোন রিজার্ভ ডে রাখা হয়নি।

এবার প্রিমিয়ার লিগে শিরোপা জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে শেখ জামাল। ১০ ম্যাচ খেলে ৯টিতেই জিতে সর্বোচ্চ ১৮ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা আবাহনী ১০ ম্যাচ থেকে পেয়েছে ১৪ পয়েন্ট, সমান ১৪ পয়েন্ট থাকলেও রেনরেটে পিছিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার লিগে অন্তত তিন ম্যাচ জিতলেই আবাহনীকে হটিয়ে শিরোপা জিতে যাবে শেখ জামাল।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago