কোমানকে বরখাস্ত করল বার্সেলোনা

'চাকরি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা তা আমি জানি না,' রায়ো ভায়েকানোর কাছে অপ্রত্যাশিত হারের পর সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।
ছবি: বার্সেলোনা টুইটার

'চাকরি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা তা আমি জানি না,' রায়ো ভায়েকানোর কাছে অপ্রত্যাশিত হারের পর সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। তিনি কোনো আভাস পাওয়ার কথা না জানালেও কয়েক ঘণ্টার ব্যবধানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল স্প্যানিশ ক্লাবটি। মেয়াদ শেষের আট মাস আগেই তারা বরখাস্ত করল কোমানকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা। সেখানে লেখা হয়েছে, 'মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোমানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন।... ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।'

কোচ হিসেবে সময়টা একদমই ভালো যাচ্ছিল না নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার কোমানের। একের পর এক ব্যর্থতার কারণে তাকে বরখাস্ত করার দাবি ও গুঞ্জন, দুটোই ক্রমেই জোরালো হচ্ছিল। আরেকটি হতাশাজনক ফলের পর অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। পেনাল্টি মিসের খেসারত দিয়ে স্প্যানিশ লা লিগায় রায়োর মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ হার। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও জয় চেখে দেখা হয়নি তাদের।

বরাবরই লিগ শিরোপার জন্য লড়াই করে আসা বার্সেলোনার অবস্থা সঙিন। হারতে হারতে পয়েন্ট তালিকার নয়ে নেমে গেছে তারা। দশ ম্যাচে তাদের অর্জন মাত্র ১৫ পয়েন্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সুবিধাজনক অবস্থানে নেই ক্যাম্প ন্যুর দলটি। বায়ার্ন মিউনিখ ও বেনফিকার কাছে নাস্তানাবুদ হওয়ার পর দিনামো কিয়েভের বিপক্ষে জিতেছে তারা। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ইতিহাসে আগে কখনোই প্রথম দুই ম্যাচে হারেনি তারা।

দুই বছরের চুক্তিতে গত বছর অগাস্টে বার্সার দায়িত্ব পেয়েছিলেন কোমান। কিন্তু ৫৭ বছর বয়সী এই কোচ তেমন কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারেননি দলের ওপর। কোপা দেল রে জিতলেও গত মৌসুমে তার অধীনে লা লিগায় তৃতীয় হয় বার্সা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তারা ছিটকে যায় দ্বিতীয় রাউন্ডে।

কোমানের উত্তরসূরির নাম এখনও ঘোষণা করেনি বার্সেলোনা। ক্লাবটির সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজকে কোচ হিসেবে নিয়ে আসার গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। এছাড়া, আরও কিছু সম্ভাব্য প্রার্থীকে নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তাদের মধ্যে আছেন আন্দ্রেয়া পিরলো, আন্তোনিও কন্তে, রবার্তো মার্তিনেজ ও এরিক টেন হ্যাগ।
 

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

1h ago