ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালই ঠিক করে দেবে কে জিতবেন ব্যালন ডি’অর

ব্যালন ডি’অর জিততে এবার যে দুজন লড়াইয়ের অগ্রভাগে সেই করিম বেনজেমা ও সাদিও মানেও যে মুখোমুখি।
karim benzema and sadio mane
সাদিও মানে ও করিম বেনজেমা। ফাইল ছবি

রিয়াল মাদ্রিদ নাকি লিভারপুল? কে জিতবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ? এই প্রশ্নের তুমুল উত্তাপের মাঝে আরেকটি প্রশ্নেরও মীমাংসা দেখছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ব্যালন ডি'অর জিততে এবার যে দুজন লড়াইয়ের অগ্রভাগে সেই করিম বেনজেমা ও সাদিও মানেও যে মুখোমুখি। ক্লপের মতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যার দল জিতবে তিনিই সম্ভাবনায় এগিয়ে যাবেন অনেকটা।

রিয়ালের হয়ে বেনজেমা আর লিভারপুলের হয়ে মানে এবার কাটিয়েছেন দুর্দান্ত মৌসুম। তবেই এতেই চলছে না। তাদের পারফরম্যান্সের মাপকাঠি নিশ্চিয়ই সেরা ছন্দে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নয়। এই গৌরবের খেতাব পেতে হলে তাই জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগ।

রিয়ালকে স্প্যানিশ লা লিগা জেতাতে সর্বোচ্চ গোল করে ভূমিকা রাখেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে তিনি মহা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেখাচ্ছেন ম্যাজিক। নকআউট পর্বে চেলসি ও পিএসজিকে তার হ্যাটট্রিকেই বিদায় করে দেয় রিয়াল। সেমিফাইনাকে ম্যানচেস্টার সিটির বিপক্ষেই ম্যাচ নির্ধারণী গোল আসে তার পা থেকে। জাতীয় দলের হয়েও সময়টা ভাল যাচ্ছে এই ফরাসির।

লিভারপুলের হয়ে একই রকম ঝলক দেখাচ্ছেন মানে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৬ গোল। সেনাগালকে আফ্রিকান নেশন্স কাপ জিতিয়েছেন, নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপ।

তবে লিভারপুল কোচ মনে করেন সবই পূর্ণতা পাবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে,  'আপনাকে রোনালদো বা মেসি হতে হবে নতুবা চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে (ব্যালন ডি'অর জিততে)। আমার মনে হয় খেতাবটি জেতায় এটিই একমাত্র পথ। গত কয়েক বছর ধরে তো এরকমটাই হয়ে আসছে। তাই চ্যাম্পিয়ন্স লিগ জয় নিশ্চিতভাবেই একজনের সম্ভাবনা বাড়িয়ে দেবে।'

বেনজেমা বা মানে কেউই এর আগে বর্ষ সেরা ফুটবলারের এই খেতাব জেতেননি। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত ১৩ বারের মধ্যে (কোভিডের কারণে একবার দেয়া হয়নি) মেসি জিতেছেন সর্বোচ্চ সাতবার, রোনালদো জেতেন পাঁচবার। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে তুলে জেতেন লুকা মদ্রিচ।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

17m ago