শিরোপার লড়াইয়ে ম্যান সিটিকে পরাস্ত করা 'অসম্ভব' বলছেন ক্লপ

শেষ রাউন্ডে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই।

শেষ রাউন্ডে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। এমন রোমাঞ্চকর পরিস্থিতিতে অবশ্য আশাবাদী হতে পারছেন না ইয়ুর্গেন ক্লপ। আসরের দুইয়ে থাকা লিভারপুলের কোচের মতে, তাদের চ্যাম্পিয়ন হওয়া একরকম অসম্ভবের পর্যায়ে।

মঙ্গলবার রাতে সাউদাম্পটনের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে লিভারপুল। ন্যাথান রেডমন্ডের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ার অল্প সময় পর তাদের সমতায় ফেরান তাকুমি মিনামিনো। আর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে অলরেডদের হয়ে জয়সূচক গোল করেন জোয়েল মাতিপ।

৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট রয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন সিটির নামের পাশে। আগামী রোববার শেষ রাউন্ডে তারা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে লিগের ১৪তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে। পেপ গার্দিওলার শিষ্যদের শিরোপা ধরে রাখার পক্ষে তাই বাজি ধরার লোক বেশি। অন্যদিকে, ৩৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৯। আসরের শেষদিনে তারা ঘরের মাঠ অ্যানফিল্ডে মোকাবিলা করবে তালিকার সাতে থাকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের।

ছবি: টুইটার

সিটিজেনদের বিপক্ষে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে খুব বেশি সময় পাবে না ভিলা। কারণ, বৃহস্পতিবার রাতে বার্নলির মুখোমুখি হবে তারা। তিন দিনের মধ্যে দুই ম্যাচ খেলতে হওয়ায় ক্লান্তি ভর করার জোরালো শঙ্কা থাকছে ভিলার ফুটবলারদের ওপর, যা ম্যান সিটির জন্য হতে পারে বাড়তি সুবিধা।

স্নায়ুচাপ সামলে ঘুরে দাঁড়িয়ে সাউদাম্পটনকে হারানোর পর ক্লপ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসকে বলেছেন, 'অবশ্যই (প্রিমিয়ার লিগের শিরোপা জেতা) অসম্ভবের মতো। কারণ, সিটি নিজেদের মাঠে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার, যারা বৃহস্পতিবারই (বার্নলির বিপক্ষে) মাঠে নামবে।'

হতাশার সুর শোনালেও একেবারে হাল ছেড়ে দিচ্ছেন না লিভারপুলের কোচ, 'যদি কেউ আমাদের চ্যাম্পিয়ন হতে দেখতে চায়, তাহলে আমাদের আগে জিততে হবে (উলভসের বিপক্ষে) এবং সিটির মাঠে অ্যাস্টন ভিলার পয়েন্ট কেড়ে নিতে হবে। এটা সম্ভব। এমনটা ঘটার সম্ভাবনা কম হলেও সম্ভব।'

চলমান ২০২১-২২ মৌসুমে 'কোয়াড্রাপল' বা চারটি শিরোপা জেতার অনন্য হাতছানি রয়েছে লিভারপুলের সামনে। ইতোমধ্যে তারা ঘরে তুলেছে কারাবাও কাপ ও এফএ কাপ। আগামী ২৯ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তবে ম্যান সিটি এগিয়ে থাকায় প্রিমিয়ার লিগে তাদের চাম্পিয়ন হওয়ার সুযোগ ক্ষীণ।

Comments

The Daily Star  | English
Economic crisis to deepen in 2026: Debapriya

Economic crisis to deepen in 2026: Debapriya

The economist says at the first Moazzem Hossain Commemorative Lecture on macroeconomic challenges and way forward

21m ago