টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

‘চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে এসে স্পিনার নাসুম আহমেদের সরল স্বীকারোক্তি
Bangladesh cricket team

স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে পা রাখা- কিন্তু এরপরই আবার হারের বৃত্তে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে সম্ভাবনা তৈরি করলেও ইংল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে এসে স্পিনার নাসুম আহমেদের সরল স্বীকারোক্তি, চেষ্টা করলেও তাদের দ্বারা হচ্ছে না।

বুবধার আবুধাবিতে দুর্বল শরীরী ভাষা, নেতিবাচক ব্যাটিং আর সাদামটা বল করে ইংল্যান্ডের সঙ্গে পাত্তা পায়নি বাংলাদেশ। আগে ব্যাট করে ৫২টি ডট বল খেলে মাত্র ১২৪ রান করে তারা। মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫ বল আগেই ওই রান পেরিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ৩৭ বলে ৬১ করে জেসন রয় বুঝিয়ে দেন আবুধাবির উইকেটের অবস্থা।

দল হারলেও বাকিদের চরম ব্যর্থতার দিনে কিছুটা উজ্জ্বল ছিলেন নাসুম। নয় নম্বরে ব্যাট করতে গিয়ে তার ব্যাট থেকেই দেখা মিলে ইনিংসের প্রথম ছক্কার। দুই ছক্কায় নাসুম ৯ বলে করেন ১৯। পরে ৩ ওভার বল করে ২৬ রানে নেন ১ উইকেট।

বাজে হারের দিনে দলের হয়ে কথা বলতে পাঠানো হয় জুনিয়র ক্রিকেটারকেই। তার অবশ্য সরল স্বীকারোক্তি। সব রকম চেষ্টা করেও তাদের পক্ষে ভাল ফল করা সম্ভব হচ্ছে না,  'প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার একটা পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। একটা কথা বারবার বলছি আমরা চেষ্টা করছি আমাদের দ্বারা হচ্ছে না।'

না হওয়ার পেছনে সামর্থ্যের নাকি অন্য কোন ঘাটতি সেটা স্পষ্ট না করলেও প্রয়োগের সমস্যা দেখছেন তিনি,  'পারছি না বলতে সেটা না আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে প্রয়োগ করতে পারছি না।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আশা অনেকটা ফিকে বাংলাদেশের। ২৯ অক্টোবর পরের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ব্যাকফুটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পাচ্ছেন তারা। সেই ম্যাচের দিকে এবার তাকিয়ে নিভু নিভু আশা বাঁচিয়ে রাখা নাসুমরা, 'আমাদের তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ক্লিক করতে পারলে বাকি দুইটাও ক্লিক করতে পারব। আর একটা জিতলে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হয়ে যাব।'

Comments

The Daily Star  | English

Fire in Sundarbans: Water crisis likely to increase due to low tide

Coast guard, forest dept, police, local admin join fire service to douse the fire

26m ago