নকআউটে ভারতকে যে কেউই হারাতে পারে: নাসির

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতকে ফেভারিট বলে মনে করেছেন প্রায় সবাই। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই এ তকমা পেয়েছে দলটি। কিন্তু সেখানে উল্টো পথে হাঁটলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন। সংস্করণটা টি-টোয়েন্টি বলেই ভারতকে এককভাবে ফেভারিট মানতে রাজী নন তিনি। নকআউট পর্বে যে কোনো দলই টিম ইন্ডিয়াকে চমকে দিতে পারে বলে মনে করেন এ সাবেক ইংলিশ অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতকে ফেভারিট বলে মনে করেছেন প্রায় সবাই। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই এ তকমা পেয়েছে দলটি। কিন্তু সেখানে উল্টো পথে হাঁটলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন। সংস্করণটা টি-টোয়েন্টি বলেই ভারতকে এককভাবে ফেভারিট মানতে রাজী নন তিনি। নকআউট পর্বে যে কোনো দলই টিম ইন্ডিয়াকে চমকে দিতে পারে বলে মনে করেন এ সাবেক ইংলিশ অধিনায়ক।

এককভাবে সেরা না মানলেও ভারতকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে মানছেন নাসির। তাদের শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনাও দেখছেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণের প্রকৃতির কারণেই দলটি একেবারে ফেভারিট বিবেচনা করছেন না এ সাবেক ক্রিকেটার। তাছাড়া এর আগেই ফেভারিটের তকমা নিয়ে আইসিসি টুর্নামেন্টে খেলতে গিয়ে নকআউট ম্যাচে নিজেদের লক্ষ্যপূরণ করতে পারেনি ভারত।

নিজের যুক্তি তুলে ধরে স্কাইস্পোর্টসকে নাসির বলেছেন, 'তারা ফেভারিট। তবে সংস্করণের কারণে আমি তাদের স্পষ্ট ফেভারিট বলব না। খেলা যত ছোট হবে, তত অঘটন ঘটতে পারে। তাই যে কোনো নকআউট পর্বের ম্যাচে যে কেউ ভারতকে সমস্যায় ফেলতে পারে। এই সংস্করণে একজনের ব্যক্তিগত ইনিংস, হতে পারে ৭০/৮০ রান কিংবা তিনটা ভালো ডেলিভারি হঠাৎই সব পরিবর্তন করে দিতে পারে। আইসিসি টুর্নামেন্টে তাদের রেকর্ডও অতোটা ভালো নয়।' 

বাঁচা-মরার ম্যাচে ভারতের কোনো প্ল্যান বি থাকে না বলে জানান এ সাবেক ক্রিকেটার, 'আপনি গত বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিকে তাকান, যখন তারা ওই পর্বে গেল হঠাৎ একটি লো স্কোরিং ম্যাচ হলো এবং তাদের কোনো প্ল্যান বি ছিল না। নিউজিল্যান্ডের একটি ভালো দল তাদের আটকে দেয়। নকআউট পর্বে তাদের প্রত্যাশা, সকলেই ভাবে তারা জিতবে তখন হঠাৎ করে তারা কোনো একটি ভুল করে বসে এবং এটা তাদের একটি সমস্যা হতে চলেছে।'

সবশেষ ২০১৩ সালে আইসিসির একটি বড় টুর্নামেন্ট জিতেছিল ভারত। এমএস ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। এরপর ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যায় ভারত। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল তারা। ২০১৯ সালেও সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া। চলতি বছরের শুরুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েও পেরে ওঠেনি নিউজিল্যান্ডের সঙ্গে।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

6h ago