টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

'ভারতের কাছে হারলেই সেমিফাইনালে উঠবে না পাকিস্তান'

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে।
india pakistan
ছবি: এএফপি

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে। হাইভোল্টেজ এই লড়াই নিয়ে নিজের অভিমত জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। তিনি বলেছেন, ভারতের কাছে প্রথম ম্যাচে পাকিস্তান যদি হেরে যায়, তাহলে তারা সেমিফাইনালের আগেই আসর থেকে বাদ পড়বে।

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। একদিন পরই ফের মাঠে নামতে হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে কোন চারটি দল সেমিফাইনালে যাবে জানতে চাওয়া হলে প্রথমে হগ বলেন, 'আমার মনে হচ্ছে, গ্রুপ-১ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সেমিতে যাবে। আর গ্রুপ-২ থেকে যাবে ভারত ও পাকিস্তান।'

brad hogg
ছবি: এএফপি

তবে হগ মনে করেন, প্রথম ম্যাচে হেরে গেলে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন হয়ে পড়বে পাকিস্তানের জন্য। এমনকি তারা বাদ পড়ে যাবে সুপার টুয়েলভ থেকেই, 'যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে তারা খুব অল্প সময় পাবে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না সেটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে।'

'যদি ভারতের কাছে পাকিস্তান প্রথম ম্যাচেই হেরে যায়, তাহলে তারা সেমিফাইনালে উঠবে বলে আমি মনে করি না। ভারত সেমিফাইনালে যাবে। দেখা যাক, কী ঘটে।'

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

2h ago