টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

শারজাহর মাঠে বাংলাদেশের ভাবনায় যেসব হিসেব নিকেশ

রোববার শারজাহর এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে এসব হিসেব নিকেশ আছে বাংলাদেশ দলের চিন্তাতেও। ডমিঙ্গো জানালেন, কন্ডিশন বিচারে দলের পরিকল্পনা সাজাবেন তারা,
sharjah cricket stadium
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাকি দুই ভেন্যু দুবাই আর আবুধাবির তুলনায় ধরণে কিছুটা ভিন্নতা আছে শারজায়। বিশেষ করে বছরের এই সময়টায় উইকেটের আচরণ থাকে কিছুটা মন্থর। নতুন বলে পাওয়ার প্লেতে রান এলেও সময় গড়াতেই রান তোলা হয় কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো তাকিয়ে পাওয়ার প্লেত প্রথম ছয় ওভারের দিকে। স্পিনারদের পাশাপাশি, উঁচু পেসারদেরও বড় ভূমিকা দেখছেন তিনি।

আয়ারল্যান্ড-নামিবিয়া ম্যাচের কথাই ধরা যাক। আগে ব্যাট করা আইরিশরা পাওয়ার প্লের প্রথম ছয় ওভারেই তুলে ফেলেছিল ৫৫ রান। কিন্তু এরপর আর রান বাড়ানোই যায়নি। মাত্র ১২৫ রান করে তারা পরে ৮ উইকেটে ম্যাচ হারে নামিবিয়ার কাছে। এবার আইপিএলেও দেখা গেছে এই দৃশ্য। শুরুতে কিছু রান এলেও সময়ের সঙ্গেই উইকেট হয়ে গেছে কঠিন।

রোববার শারজাহর এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে এসব হিসেব নিকেশ আছে বাংলাদেশ দলের চিন্তাতেও। ডমিঙ্গো জানালেন, কন্ডিশন বিচারে দলের পরিকল্পনা সাজাবেন তারা, তাতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পাওয়ার প্লের ছয় ওভার,  'দলের পরিকল্পনা অবশ্যই আমি নিজেদের ভেতরে রাখতে চাই। অবশ্য পাওয়ার প্লের পারফরম্যান্স বরাবরই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কাল প্রথম ৬ ওভারের বোলিং ও ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।'

স্পিনাররা রাখবেন বড় ভূমিকা। তবে শারজাহতে পেসারদেরও ভাল করতে দেখা গেছে। ডমিঙ্গো জানালেন পেসারদের ভূমিকাও এখানে থাকবে বড়,  'বেশি উচ্চতার পেস বোলাররা সব সময়ই খেলায় থাকবে এখানে। আমি কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে এসেছিলাম, মনে পড়ে মরনে মরকেল খুব প্রভাব বিস্তার করেছিল। যে লেন্থে বল করেছিল, বল স্কিড করেছিল।'

'উইকেট-টু-উইকেট বল করলে স্পিনারদের সুযোগ এখানে। এলবিডব্লিউ, বোল্ড এসব দেখা যাবে।'

শারজাহর উইকেট-কন্ডিশনের যা ধরণ তাতে খুব বড় রানের ম্যাচ দেখার সম্ভাবনা কম। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

10h ago