সাকিব-নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

মোহাম্মদ নাইম শেখ জীবন পেলেন দুটি। লিটন দাস একটি। ঠিক যেন ক্যাচ মিসের মহড়ায় নেমেছে ওমান। তাতে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। নাইম সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে ওঠার লড়াইয়ে নেমেছেন সাকিব আল হাসান।

মোহাম্মদ নাঈম শেখ জীবন পেলেন দুটি। লিটন দাস একটি। ঠিক যেন ক্যাচ মিসের মহড়ায় নেমেছে ওমান। তাতে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। নাঈমকে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে ওঠার লড়াইয়ে নেমেছেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৩ রান। ৩২ রানে ব্যাট করছেন নাঈম। সাকিব আল হাসান উইকেটে আছেন ২২ রান নিয়ে।

তবে বাংলাদেশের কোনো ফটকাই যেন ঠিকঠাক কাজ করেনি। সুসময় ফেরাতে ওমানের বিপক্ষে কিছু পরিবর্তন এনেছিল তারা। সৌম্য সরকারের জায়গায় নাঈম একাদশে ফিরে টিকে আছেন ওমানের ফিল্ডারদের বদৌলতে। আর টিকে থাকলেও পারছেন না রানের গতি সচল রাখতে। তিন নম্বরে উঠিয়ে আনা মাহেদি হাসান ফিরেছেন খালি হাতে। তাতে সংগ্রাম অব্যাহত রয়েছে বাংলাদেশের।

অথচ ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। প্রথম তিন ওভারে রান আসে মাত্র ১১। যার দুটি অতিরিক্ত থেকে এবং একটি ওভার থ্রো থেকে। কিন্তু তারপরও নিজেদের উইকেট অক্ষত রাখতে পারেননি ব্যাটাররা। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ২৯ রান তুলতে পারে দলটি।

ইনিংসের দ্বিতীয় ওভারেই চাপের শুরুটা হতে পারতো টাইগারদের। লিটন দাসের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ থাকায় বেঁচে যান এ ওপেনার। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কাছাকাছি থাকলেও লাগেনি।

তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। পরের ওভারেই ফিরে যান বিল্লাল খানের বলে। তার ইয়র্কার ব্যাট লাগলেও আগে আঘাত হাতে প্যাডে। আম্পায়ার তাদের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় ওমান। তাতে জয় হয় স্বাগতিকদেরই। অবশ্য ফিরতে পারতেন এর ঠিক আফের বলেই। থার্ডম্যান সীমানায় কাশ্যাপ প্রজাপতির হাতে ক্যাচ তুলে দেন লিটন। তবে সে ক্যাচ লুফে নিতে পারেননি প্রজাপতি।

চতুর্থ ওভারে প্রথম বাউন্ডারি আসে বাংলাদেশের। কলিমুল্লাহর তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে চার ও ছক্কা মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাঈম। কিন্তু এরপর পরের ওভারে মাহেদির বিদায়ে চাপ আরও বাড়ে। ফাইয়াজ বাটের বলে বোলারের মাথার উপর দিয়ে মারতে চেয়েছিলেন মাহেদি। কিন্তু ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন বোলার নিজেই।

বাংলাদেশের দুঃস্বপ্নটা আরও বড় হতে পারতো সপ্তম ওভারে। কভারে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন নাঈম। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি জতিন্দর সিং। ফিরতে পারতেন এর পরের ওভারেও। এবার তার ক্যাচ ফেলেন প্রজাপতি। তাতে এখনও উইকেটে আছেন এ ওপেনার।

পছন্দের পজিশন তিন থেকে চারে নামলেও আগের দিনের তুলনায় কিছুটা সাবলীল ব্যাট করছেন সাকিব। নাঈমকে সঙ্গে নিয়ে রানের গতি সচল রাখার চেষ্টা চালাচ্ছেন এ অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

10h ago