ঐতিহাসিক জয়ের পর সেই ক্রাইস্টচার্চে পৌঁছাল বাংলাদেশ

আগামী ৯ জানুয়ারি থেকে সেখানে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রায় তিন বছর আগের কথা। জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা চালিয়েছিল এক সন্ত্রাসী। ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল। হামলার ভয়াবহতায় সফর অসমাপ্ত রেখে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে পরের টেস্ট খেলতে এবার সেই ক্রাইস্টচার্চে ফিরল মুমিনুলের হকের নেতৃত্বাধীন দল।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। আগামী ৯ জানুয়ারি থেকে সেখানেই শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ দল।

বাংলাদেশের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, হ্যাগলি ওভালে হতে যাওয়া টেস্টের জন্য শিষ্যদের শারীরিকভাবে প্রস্তুত করার কাজ করছেন তিনি, 'দল মাত্রই ক্রাইস্টচার্চে পৌঁছেছে। আগামী দুই দিন পরের টেস্ট ম‍্যাচের জন‍্য প্রস্তুতির প্রক্রিয়া চলবে। আজ সকালে বিমানে ওঠার আগে ফাস্ট বোলাররা জিম করেছে। আগামীকাল দেখব স্কোয়াডের বাকি সদস‍্যদের কীভাবে পরের ম‍্যাচের জন‍্য প্রস্তুত করা যায়।'

'ম‍্যাচে সবার ভিন্ন ভিন্ন ভূমিকা থাকে, ভিন্ন ধরনের ফিজিক‍্যাল লোড নিতে হয়। তাই সবাই ভিন্ন অনুশীলন করে, আগামীকাল হয়তো বেশি করবে। ম‍্যাচের আগের দিন ওদের জন‍্য "রিলাক্সিং ডে"। টেস্টে হয়তো ওদের বেশি পরিশ্রম করতে হবে, কাল হয়ত সেটা কাভার করবে। পরের দিনটা থাকবে ওদের শরীরকে টেস্ট ম‍্যাচের জন‍্য প্রস্তুত করতে।'

আগের দিন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নেমে ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের তোপে পড়ে স্বাগতিকরা। আর মাত্র ২২ রান যোগ করতে বাকি ৫ উইকেট খুইয়ে দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ১৬৯ রানে।

জয়ের জন্য ৪০ রানের অনায়াস লক্ষ্য পায় সফরকারী বাংলাদেশ। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে সেটা মিলিয়ে ফেলে তারা। তাতে পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগেই হয়ে যায় ম্যাচের ফয়সালা।

বিদেশের মাটিতে ৬০ ম্যাচে এটি বাংলাদেশের কেবল ষষ্ঠ জয়। ৫০ হারের সঙ্গে তারা ড্র করেছে চারটিতে। আর নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলিয়ে টানা ৩২ ম্যাচ হারার পর প্রথম জয়ের মধুর স্বাদ পায় টাইগাররা।

Comments

The Daily Star  | English

3 cases filed against Milton Samadder; DB to seek 7-day remand

Three cases have been filed against Milton Samadder, founder of Child and Old Age Care, over various charges, including fraudulence

Now