ইউএনডিপি ও উত্তরণের আয়োজনে কক্সবাজারে চাকরি মেলা

ইউএনডিপি তার অংশীদার উত্তরণের সঙ্গে সোমবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে চাকরি মেলা ও প্রদর্শনীর আয়োজন করে। কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত কমিউনিটি কোহেসন প্রজেক্টের (সিসিপি) আওতায় এই মেলা হয়েছে।

ইউএনডিপি তার অংশীদার উত্তরণের সঙ্গে সোমবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে চাকরি মেলা ও প্রদর্শনীর আয়োজন করে। কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত কমিউনিটি কোহেসন প্রজেক্টের (সিসিপি) আওতায় এই মেলা হয়েছে।

মোট ৯৯ জন প্রশিক্ষণার্থী ওয়াকিং ইন্টারভিউয়ে অংশ নেয় এবং তাদের মধ্যে ৩১ জনকে হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার এবং অন্যান্য টেকনিক্যাল কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও, এই আয়োজনে প্রচুর সংখ্যক হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাদ্য প্রস্তুতকারী তাদের পর্যটক-বান্ধব পণ্য যেমন বাঁশের কারুকাজ, তাঁত কাপড়, খাবার এবং মোমবাতি দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে প্রদর্শন ও বিক্রি করা হয়।

এই আয়োজনে যুক্ত ইউএনডিপি ও উত্তরণের কর্মকর্তারা বলেছেন, প্রশিক্ষণ গ্রহণকারীরা চাকরির বাজারে সম্পৃক্ত হয়ে উদ্যোক্তা হবেন; তারা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই মুহূর্তে মোট ১১৫ জন নারী তাদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন ব্যবসায় প্রশিক্ষণ নিচ্ছেন।

তারা আরও জানান, ইউএনডিপির সহায়তায়, উত্তরণ ২ হাজার ১০০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এদের ৬০ ভাগই নারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর আসগর আলী, হেড অব সাব-অফিস ইউএনডিপি; মনোয়ারা পারভীন, ভাইস প্রসিডেন্ট, চেম্বার অব কমার্স উইমেন, কক্সবাজার; সেলিম নেওয়াজ, সেক্রেটারি, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার।

Comments

The Daily Star  | English

Fire breaks out at launch in Sadarghat

No passengers were on board the Barishal-bound launch, says fire service official

37m ago