অষ্টম-নবম শ্রেণীর শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২ দিন ক্লাস

অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২ দিন করে ক্লাস করতে হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রোববার ও বৃহস্পতিবার ক্লাস করতে হবে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা শনিবার ও বুধবার ক্লাস করবে। এ ছাড়া, চলতি বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে।
school_student_16sep21.jpg
স্টার ফাইল ছবি

অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২ দিন করে ক্লাস করতে হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রোববার ও বৃহস্পতিবার ক্লাস করতে হবে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা শনিবার ও বুধবার ক্লাস করবে। এ ছাড়া, চলতি বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক বেলাল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সোমবার ও মঙ্গলবার ক্লাসে আসতে হবে।

করোনা মহামারিতে ৫৪৩ দিন বন্ধ থাকার পরে গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হয়।

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

1h ago