জগন্নাথ হল ট্র্যাজেডি: ফুলেল শ্রদ্ধায় স্মরণ

জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৬ বছর আজ। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের একটি হলরুমের ছাদ ধসে পড়ে ৪০ জনের মৃত্যু হয়।
নিহতদের স্মরণে আজ সকালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। ছবি: পলাশ খান/স্টার

জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৬ বছর আজ। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের একটি হলরুমের ছাদ ধসে পড়ে ৪০ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী ও ১৪ জন অতিথি ছিলেন।

দুর্ঘটনার আগ পর্যন্ত হলরুমটি জগন্নাথ হলের টেলিভিশন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো।

ওই ঘটনার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর ১৫ অক্টোবর শোক দিবস পালন করে।

নিহতদের স্মরণে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সেসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক নিজামুল হক ভুঁইয়া ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা।

Comments

The Daily Star  | English

April saw lowest rainfall in Bangladesh

Average rainfall in Bangladesh was one millimetre in April, which is the record lowest in the country since 1981

19m ago