ঢাবির শতবর্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্মারক ডাকটিকিট 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব জনাব সেবাস্টিন রেমা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব জনাব সেবাস্টিন রেমা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে এ ধরনের উদ্যোগ নেওয়ায় উপাচার্য  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আফজাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সন্তান, তথ্য-প্রযুক্তিবিদ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে রাখতে এ সংক্রান্ত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেছেন জেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।'

উপাচার্য আরও বলেন, 'একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা, মমত্ববোধ ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেজন্য বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত।'

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

11m ago