ক্যাম্পাস

সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেলে ২০ অক্টোবর খুলবে চবি

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আশানুরূপ অগ্রগতি হলে আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ctg_university_16sep21.jpg

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আশানুরূপ অগ্রগতি হলে আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের কার্যালয়ে সিন্ডিকেটের ৫৩৪তম (এক্সট্রা অর্ডিনারি) সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যেসব শিক্ষার্থীরা করোনার টিকা পেয়েছে আমরা তাদের নামের তালিকা করছি। যদি সব শিক্ষার্থী করোনার প্রথম ডোজের টিকা পায় তাহলে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। যদিও এটি প্রাথমিক পরিকল্পনা, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।'

সূত্র জানিয়েছে, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজার। এর মধ্যে ২৪ হাজার শিক্ষার্থী টিকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ হাজার ৫২০ শিক্ষার্থীর টিকাসংক্রান্ত তথ্য আছে। ২ দুই ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ২৩১ জন, প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৩৭৯ জন এবং টিকা গ্রহণের এসএমএসের অপেক্ষা করছেন ৪ হাজার ৫২৯ জন। এ ছাড়া, টিকা গ্রহণের শর্তপূরণ না হওয়ায় ২ হাজার ৩৭৯ শিক্ষার্থী নিবন্ধন করতে পারেননি।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

8h ago