প্রাথমিকের সমাপনী পরীক্ষা হচ্ছে না এ বছর

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না এ বছরও। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
আজ রোববার তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কয়েকদিন আগে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্দেশনা চাওয়া হয়েছিল। আজ সেটির অনুমোদন পাওয়া গেছে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে কিছু দিন আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার বিষয়ে তাদের প্রস্তুতি আছে। কিন্তু ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য মাদ্রাসাগুলোর প্রস্তুতি নেই বলে তারা চায় পরীক্ষাটি না নেওয়া হোক। তাই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, 'প্রাথমিকের সমাপনী না হলেও স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
Comments