কক্সবাজারে ভূমিধসে ৫ রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভূমিধসে পাঁচ জন রোহিঙ্গা মারা গেছেন। এছাড়া, টেকনাফ ও মহেশখালীতেও ভূমিধসে একজন করে মারা গেছেন।
কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভূমিধসে পাঁচ জন রোহিঙ্গা মারা গেছেন। এছাড়া, টেকনাফ ও মহেশখালীতেও ভূমিধসে একজন করে মারা গেছেন।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ও ৩৮ ব্লকে আজ সকাল ১০টায়  ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের দুই জন ঘটনাস্থলে মারা যান। তারা হলেন দিলবাহার (৪২) ও তার সন্তান শফিউল আলম (৯)। এ সময় আহত হয় নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।

একই সময়ে জি-৩৮ ব্লকে ভূমিধসে একই পরিবারের মারা যান আরও তিন রোহিঙ্গা। তারা হলেন-দিল বাহার (২৫), আবদুর রহমান (২৫) ও আয়েশা সিদ্দীকা (১)।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. সামছুদ্দৌজা দ্য ডেইলি স্টারকে বলেন, মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

তিনি আরেও বলেন, মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার ১০ নম্বর শরণার্থী শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ি ঢালুর নিচে অবস্থিত ২-৩ টি বসতির উপর মাটি চাপায় শিশুসহ পাঁচ জন রোহিঙ্গার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

এদিকে, টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের মনিরঘোণা এলাকায় সকাল সাড়ে ১১টায় পাহাড় ধসে মারা গেছে রকিম আলী (৪৫) নামে এক ব্যক্তি। হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে প্রবল বর্ষণের সময় পাহাড় ধসে আজ মঙ্গলবার ভোরে মারা যায় মোরশেদা আক্তার (১৪) নামে এক কিশোরী। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

1h ago