তুরাগে ভেসে উঠল আরেকটি মৃত গাঙ্গেয় শুশুক

ঢাকার সাভারে তুরাগ নদে আরও একটি মৃত গাঙ্গেয় শুশুক উদ্ধার করা হয়েছে। শুশুকটির ওজন প্রায় ৫ মণ, দৈর্ঘ্য ৫ ফুট।
আজ সোমবার দুপুরে তুরাগ নদের আশুলিয়া ফেলাঘাট এলাকায় মৃত শুশুকটি দেখতে পেয়ে তীরে উঠিয়ে আনেন স্থানীয়রা।
এর আগে গতকাল বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাট এলাকায় একটি মৃত শুশুক উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, আজ দুপুরে তুরাগ নদে আশুলিয়ার ফেলাঘাট এলাকায় মৃত শুশুকটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে আমি জেলেদের সহায়তায় শুশুকটি তীরে উঠিয়ে আনি।
তিনি জানান, গতকাল বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাটে এরকম বিশাল আকারের আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। শুশুকটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এর আগে কখনো এই নদীতে ডলফিন দেখা যায়নি। তাই মৃত ডলফিনটিকে দেখতে তীরে অনেক মানুষ ভীড় করেছিল।
সাভার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, গতকাল পাওয়া মৃত শুশুকটির ছবি দেখে বুঝেছি, এটা গাঙ্গের শুশুক। পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল এক সময়। মূলত এরা স্তন্যপায়ী প্রাণি। এক সময় বুড়িগঙ্গাতে এই প্রজাতীর শুশুক দেখা যেত। হয়ত কোনোভাবে বুড়িগঙ্গাতে এসেছিল। বুড়িগঙ্গা হয়ে শুশুক দুটি তুরাগে এসেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন গবেষকের কাছে শুশুকটি পাঠানোর ব্যবস্থা করছি। তিনি পরীক্ষা করে বলতে পারবেন কী কারণে শুশুক দুটি মারা গেছে।
Comments