বন্যপ্রাণী

কক্সবাজারে সাফারি পার্কে অসুস্থ সিংহের মৃত্যু

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়েছে। দীর্ঘ ২ মাস অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে মারা যায় সিংহ নদী।
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়েছে। দীর্ঘ ২ মাস অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে মারা যায় সিংহ নদী।

বিকাল ৪টার দিকে ময়নাতদন্তের পর মরদেহটি মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানায় সাফারি পার্কের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সিংহ নদীর গলা ও পেটে কামড় দেয় আরেকটি সিংহ সম্রাট। তখন থেকে অসুস্থ ছিল সিংহটি।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়।

পার্ক কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, পার্কের ৭৫ একরের সিংহ বেষ্টনীতে এখন ৩টি সিংহ আছে।

পার্কের পশু চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, 'অসুস্থ সিংহীর উন্নত চিকিৎসার জন্য একাধিকবার মেডিকেল বোর্ড বসানো হয়। রক্তের নমুনা পরীক্ষা করে তার শরীরে "ভাইরাল ইনফেকশন" পাওয়া গিয়েছিল। গত ২৭ মার্চ থেকে সিংহীটি পানি ছাড়া অন্য খাবার খাচ্ছিল না।

তিনি জানান, স্বাভাবিক অবস্থায় সিংহ বাঁচে ১৫-১৮ বছর। এর আগে মারা যাওয়া সোহেলের বয়স ছিল ২২ বছর। নদীর বয়সও ১৫ বছর হয়েছিল।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

50m ago