রামেক হাসপাতালে পাখির মৃত্যু: ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গাছ কাটায় শতাধিক পাখির মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার রাতে মামলার বাদী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গাছ কাটায় শতাধিক পাখির মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার রাতে মামলার বাদী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ১০০ পাখি হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসের কারণে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলায় কর্তৃপক্ষ ও অজ্ঞাতনামা ছয় জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করলেও আদালত কোনো আদেশ দেননি। আগামী রোববার আদেশ হতে পারে— বলেন জাহাঙ্গীর কবির।

গত ৪ সেপ্টেম্বর থেকে দুই দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গাছ কাটায় অন্তত শতাধিক পাখির মৃত্যু হয়। অসংখ্য পাখি আবাসস্থল হারিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে ড্রেন এবং গাড়ির গ্যারেজ নির্মাণের জন্য তাদের এই গাছগুলো কাটতে হচ্ছে।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago