বিদ্যুৎ ও জ্বালানি

এলপিজির দাম সিলিন্ডারে বাড়ল ১০২ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
স্টার ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এলপিজি ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ৯৯৩ টাকা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৮৯১ টাকা।

আজ বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসি নতুন দাম ঘোষণা করে।

শুধুমাত্র বেসরকারি খাতে দাম বাড়ানো হয়েছে। উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

1h ago