অস্কারে নিষিদ্ধ তারকারা

অস্কারের ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার আলোকে উইল স্মিথকে অ্যাওয়ার্ড থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ছবি: সংগৃহীত

অস্কারের ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার আলোকে উইল স্মিথকে অ্যাওয়ার্ড থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এর প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন এ তথ্য নিশ্চিত করেছেন। সেই রাতে ক্রিস রককে চড় মারার ঘটনাটি অন্য সব কিছুকে ছাপিয়ে গেছে।

একাডেমি দ্বারা নিষিদ্ধ হওয়া অন্যান্য তারকাদের তালিকায় যোগ হলো উইল স্মিথের নাম।

উইল স্মিথ। ছবি: সংগৃহীত

একাডেমি ২০০৪ সালে প্রথমবার কারমাইন ক্যারিডিকে নিষিদ্ধ করে। ক্যারিডি ছিলেন একজন আমেরিকান চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। তিনি দ্য গডফাদার পার্ট-২ এবং দ্য গডফাদার পার্ট-৩ চলচ্চিত্রে ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। ২০০৪ সালে ক্যারিডি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বহিষ্কৃত প্রথম ব্যক্তি।

কারমাইন ক্যারিডি। ছবি: সংগৃহীত

কপিরাইট লঙ্ঘনের কারণে একাডেমি তাকে বহিষ্কার করেছিল। অভিনেতা অস্কার স্ক্রিনার্সের বুটলেগ ইন্টারনেট কপির জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। স্ক্রিনার্স হল বিশেষ ডিভিডি যা শুধুমাত্র একাডেমির সদস্য এবং সমালোচকরা ব্যবহার করেন। অভিযোগ থেকে তিনি খালাস পেলেও তাকে বহিষ্কার করা হয়। আমৃত্যু বহিষ্কৃত ছিলেন তিনি।

হার্ভে ওয়েইনস্টেইন। ছবি: সংগৃহীত

২০১৭ সালে হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বেশ কয়েকটি অভিযোগ প্রকাশ্যেও আসে। হার্ভে ওয়েইনস্টেইন একজন আমেরিকান চলচ্চিত্র প্রযোজক। তিনি এবং তার ভাই বব ওয়েইনস্টাইন বিনোদন কোম্পানি মিরাম্যাক্স প্রতিষ্ঠা করেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার এক মাসের মধ্যে এই প্রযোজককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তাকে নিষিদ্ধ করার আগে, তার কাজকে 'একাডেমি ও  সৃজনশীল উচ্চ মানদণ্ডের জন্য ঘৃণ্য এবং বিরোধী' বলে অভিহিত করা হয়। আগের নিষেধাজ্ঞার ১৩ বছর পর এই ঘটনা ঘটে। সেই সময় এই প্রয়োজকের যৌন হয়রানীর বিরুদ্ধে কথা বলেছিলেন হলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রী।

বিল কসবি। ছবি: সংগৃহীত

হার্ভে ওয়েইনস্টেইনকে বহিষ্কারের এক বছর পর বিল কসবি সম্পর্কে একই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। কসবি একজন আমেরিকান কমেডিয়ান, অভিনেতা এবং লেখক। কসবি ১৯৬০ এর দশকে সান ফ্রান্সিসকোতে ক্ষুধার্ত আই নাইটক্লাবে স্ট্যান্ড-আপ কমিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। একাডেমির এই সদস্যের বিরুদ্ধে কথা বলতে এগিয়ে আসেন ৬০ জনেরও বেশি নারী। ২০০৪ সালে একজন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় আন্দ্রেয়া কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য ও যৌন নিপীড়নের জন্য তাকে দোষী সাব্যস্ত করেন। বিল কসবিকে  বহিষ্কারের পর একাডেমি নতুন বিধি প্রণয়ন করে। বিধিতে বলা হয়, যে ব্যক্তি তাদের মর্যাদা, ক্ষমতা বা প্রভাবকে এমনভাবে অপব্যবহার করে যা শালীনতার মান লঙ্ঘন করে একাডেমি তাদের নিষিদ্ধ করবে।

রোমান পোলানস্কির। ছবি: সংগৃহীত

একাডেমির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিল রোমান পোলানস্কির বহিস্কার নিয়ে। রোমান পোলানস্কি একজন পোলিশ এবং ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। কর্মজীবনে পোলানস্কি ৫টি অস্কার মনোনয়ন পেয়েছেন। ২০০৩ সালে দ্য পিয়ানিস্টের জন্য সেরা পরিচালকের একাডেমি পুরস্কার জিতেছেন। তিনি ছিলেন একাডেমির একজন জাঁদরেল সদস্য। দেশ ছেড়ে পালানোর কারণে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রোমান পোলানস্কি। ১৯৭৭ সালে এক নাবালকের সঙ্গে বেআইনিভাবে যৌন সম্পর্কের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। কারাদণ্ড এড়াতে তিনি প্যারিসে পালিয়ে যান। তার পরেও একাডেমি তাকে মনোনীত করে এবং তার কাজের জন্য তাকে পুরস্কার দেয়। অ্যাকাডেমির প্রতি তার বিদ্রোহ এবং ঘৃণার পর একাডেমি তাকে নিষিদ্ধ করেছিল।

অ্যাডাম কিমেল। ছবি: সংগৃহীত

যৌন হয়রানীর অভিযোগের জন্য একাডেমি কর্তৃক নিষিদ্ধ হওয়ার আরেকটি ঘটনা হল অ্যাডাম কিমেল। অ্যাডাম কিমেল হলেন 'বিউটিফুল গার্লস' এবং 'নেভার লেট মি গো' এর মতো প্রশংসিত চলচ্চিত্রের চিত্রগ্রাহক। নাবালকদের যৌন হয়রানীর জন্য তাকে ২ বার গ্রেপ্তার করা হয়। ২০০৩ সালে তিনি একটি মেয়েকে যৌন হয়রানীর জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং আবার ২০১০ সালে তিনি আরেক নাবালককে যৌন হয়রানী করেন। তার এই অপরাধের জন্য অন্যান্য সদস্যদের মতো একই নিয়মের একাডেমি তাকে নিষিদ্ধ করে।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

2h ago