অস্ট্রেলিয়ায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

অস্ট্রেলিয়া প্রবাসীরা উদযাপন করেছে মহান বিজয় দিবস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষ্যেকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগর তীরের বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

গত ১২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বাংলাদেশি নারীদের সংগঠন 'আমাদের কথা' গ্লেনফিল্ড কমিউনিটি হলে পালন করেছে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী। আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ও আলোচনার মাধ্যমে বিজয়ের উৎসবটি আলোকিত হয়ে উঠে।

১৬ ডিসেম্বর সকালে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুল আলম খন্দকার বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করেন। সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ১৭ ডিসেম্বর স্থানীয় বিডি হাবে উদযাপিত হয় মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'সোনার বাংলা' গড়ার শপথ পাঠের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শপথ বাক্য পাঠ করা হয়।

১৮ ডিসেম্বর সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'বিডি হাব সিডনি' আয়োজন করেছিল উৎসব মুখর এক অনুষ্ঠানের। এতে বক্তারা বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিডনির করোনা পরিস্থিতির অবনতি, সংগঠনের কার্যকরী পরিষদের কয়েকজন সদস্য আইসোলেশনে থাকায় এবং কমিউনিটির সুরক্ষার স্বার্থে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করে জুম সভার মাধ্যমে বিজয় দিবস পালন করেছে।

মহান বিজয়ের উৎসবকে আরও তাৎপর্যময় করে তোলার জন্য বাংলা টাউন খ্যাত লাকেম্বার ব্যবসায়ীরাও নানা কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধানসিঁড়ি রেস্টুরেন্টে বিজয়ের প্রথম দিন থেকে ৩ দিনব্যাপী সব টেবিল-চেয়ার ও আসবাবপত্র লাল-সবুজের আবহে সাজানো এবং বিশেষ খাবার পরিবেশন, গ্রামীণ রেস্টুরেন্ট বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ রকমের বুফে পরিবেশন।

এ ছাড়াও অস্ট্রেলিয়ার আরও কয়েকটি সংগঠন বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments