ওমানে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ছে

ওমানে চলতি বছরের জানুয়ারি থেকে প্রবাসীদের দেওয়া নতুন সব ভিসার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে, এজন্য কোনো অতিরিক্ত ফি বা বা জরিমানা আরোপ করা হবে না।
একইসঙ্গে নিজ দেশে আটকে পড়া বাংলাদেশিসহ সকল প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দেশটির করোনা মহামারি প্রতিরোধে নিয়োজিত সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলনে রয়্যাল ওমান পুলিশের (আরওপি) শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আবদুল্লাহ আল হার্থি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'চলতি বছরের শুরু থেকে জারি করা সব ভিসা বছরের শেষ পর্যন্ত বাড়ানো হবে এবং মেয়াদ বৃদ্ধির জন্য কোনো অতিরিক্ত ফি আরোপ করা হবে না। যারা ওমানের বাইরে আছেন তারা সবাই রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং দেখতে পাবেন যে এই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'ওমানের বাইরে আটকে পড়া প্রবাসীরা যারা ছয় মাসের বেশি অবস্থান করছেন, তারা রয়্যাল ওমান পুলিশের (আরওপি) ইলেকট্রনিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে স্পন্সরের সহায়তায় অতিরিক্ত সময়ের জন্য তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।'
উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে গত ২৪ এপ্রিল থেকে বাংলাদেশসহ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান। ফলে, নতুন ভিসার অনেক প্রবাসী নির্ধারিত তিন মাসের সময়সীমার মধ্যে ওমানে প্রবেশ করতে পারেননি।
তবে, প্রায় ৪ মাস পর আগামী ১ সেপ্টেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওমান। একইসঙ্গে ভিসার মেয়াদ বাড়ানোর নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রবাসীরা সহজেই ওমান প্রবেশ করতে পারবেন।
দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত করোনার টিকার ডোজ সম্পন্ন যাত্রীরাই প্রবেশের অনুমতি পাবেন এবং তাদের করোনামুক্তির সনদসহ অন্যান্য পদ্ধতি ও শর্তাবলী অনুসরণ করতে হবে।
সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল সাইদি ওমানে ৮টি অনুমোদিত টিকার তালিকা ঘোষণা করেন। এগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, অ্যাস্ট্রাজেনেকা–কোভিশিল্ড, জনসন এন্ড জনসন, সিনোভ্যাক, মডার্না, স্পুটনিক ভি, সিনোফার্ম।
Comments