শাবনূরের পর ছেলে আইজানের করোনা শনাক্ত

করোনায় আক্রান্ত হয়ে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তার ছেলে ও মেয়ে বাসায় আইসোলেশনে ছিল। তবে, শাবনূরের পর তার ছেলে আইজানের করোনা শনাক্ত হয়েছে।
ছেলের করোনা শনাক্তের খবর জানার পর তিনি ফেসবুকে লিখেছেন, 'অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিলো। কিন্তু, হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।'
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের মধ্যে নিউ সাউথ ওয়েলস করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য। এখানে প্রতিদিন প্রায় দ্বিগুণ হারে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে হাসপাতালে ভর্তি এবং মৃতের সংখ্যা। এই রাজ্যের রাজধানী সিডনিতে দীর্ঘদিন ছেলে এবং মেয়েকে নিয়ে বাস করছেন জনপ্রিয় এই নায়িকা।
গত ২৭ ডিসেম্বর করোনা উপসর্গ দেখা দিলে শাবনূর নমুনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ এলে বাসায় আইসোলেশনে ছিলেন। পরের দিন শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতা শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর ২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments