বিজ্ঞান, প্রযুক্তি, গেজেটস

বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিষেবায় বিঘ্ন

বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিষেবা বন্ধ হয়ে গেছে।

বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিষেবা বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিট থেকে হঠাৎ করে বিশ্বব্যাপী এসব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পরিষেবা বন্ধ হয়ে যায়। 

এ বিষয়ে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরস ফোরামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্য ডেইলি স্টারকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিষেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে, ঠিক কী কারণে বন্ধ হয়েছে সে বিষয়ে কিছু নিশ্চিত করে বলতে পারেননি।   

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

12h ago