বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার তৈরি করেছে গুগলের একটি বৈজ্ঞানিক দল। নতুন এই কম্পিউটার সিস্টেমটি মাত্র ৩ মিনিটের মধ্যে এমন একটি সমস্যা সমাধান করতে সক্ষম, যেটি আগে সমাধান করতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারেরও ১০ হাজার বছর সময় লাগত।
দ্য সামিট নামে সাবেক রেকর্ডধারী কম্পিউটারটি আমেরিকার ওক রিজ ন্যাশনাল ল্যাবে অবস্থিত।
ব্রিস্টলকাম নামের গুগলের এই নতুন প্রজেক্টটির নেতৃত্ব দিয়েছেন জন মার্টিনিস এবং সার্জিও বয়ো।

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে এই কম্পিউটার সিস্টেমটি তৈরি হয়েছে। এর কম্পিউটেশনাল এলগরিদম ডিজাইনের দায়িত্বে ছিলেন বয়ো নিজেই। কোয়ান্টাম কম্পিউটিংয়ের এটিই প্রথম নিদর্শন।
এই মাইলফলককে রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান উড্ডয়নের সঙ্গে তুলনা করা হচ্ছে।
৫৩ কিউবিটসের অসাধারণ এই কম্পিউটারটি কেবল গণনার সময়ই কমাবে না, এমন সব গণনা করা যাবে, যা আগে সম্ভব ছিল না।
গাড়ি ও উড়োজাহাজের জন্য হালকা ব্যাটারি তৈরি, কার্যকর সার তৈরিতে নতুন অনুঘটক (যে প্রক্রিয়ায় আগে বিশ্বের ২ শতাংশ কার্বন নিঃসরণ হতো) এবং নতুন ঔষধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যত ভাবা হচ্ছে।
ওয়ার্ল্ড রেকর্ড থেকে অনুবাদ করেছেন কৌরিত্র তীর্থ
Comments