অপূর্বর বিয়ে আগামীকাল

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবার বিয়ে করতে যাচ্ছেন। কনে শাম্মা একজন আমেরিকা প্রবাসী। আগামীকাল তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে জানা গেছে।
রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আনুষ্ঠানিকতা হবে। আজ বুধবার দুপুরে অপূর্ব নিজেই বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ নয় বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। ২০২০ সালের ১৭ মার্চ তাদের বিচ্ছেদ হয়।
এর আগে, ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল এই অভিনেতার।
Comments