আসছে ‘ঢাকা ড্রিম’

‘ঢাকা ড্রিম’র দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী ২২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রসূন রহমান পরিচালিত 'ঢাকা ড্রিম'।

গতকাল শনিবার অভিনেতা ফজলুর রহমান বাবু দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'এই সিনেমায় আমার চরিত্রটি একটু অন্যরকম। ভিন্নতা আছে। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে জেনে ভীষণ ভালো লাগছে।'

এতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, শাহাদাত হোসেন, সুজাত শিমুল, আবদুল্লাহ রানা, এসএম মহসিন প্রমুখ।

জীবিকা ও উন্নত জীবনের আশায় রাজধানী ঢাকায় ভিড় করা মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প রয়েছে এই সিনেমায়।

সিনেমাটির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত। এ ছাড়া, আরও ২টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। একটি প্রয়াত বারী সিদ্দিকীর গাওয়া ও অন্যটি গেয়েছেন মমতাজ।

গত ফেব্রুয়ারিতে 'ঢাকা ড্রিম' সেন্সর ছাড়পত্র লাভ করে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশিত হয়েছে।

চলচ্চিত্রটি সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে উৎসর্গ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

38m ago