আহ্ কান!

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের সাতকাহন
ট্রায়াঙ্গল অব স্যাডনেস সিনেমা জিতে নিয়েছে পাম ডি অ’র। বিজয়ী বেশে সিনেমাটির পরিচালক রুবেন অস্তলুন্ড। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা নেমেছে গত ২৮ মে। বেশ কয়েকটি কারণেই এবারের আসরটি ছিল বিশেষ।

২০২০ সালে করোনা মহামারির কারণে আসরটিই বসেনি। ২০২১ সালে যে আয়োজনটি হয়েছে সেখানেও ছিল পাহাড়সম বিধি-নিষেধ।

কানের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার ৯ জুরি সদস্যের ৮ জন। ছবি: সংগৃহীত

সেইসঙ্গে সংখ্যাগত কারণেও এবারের আয়োজনটি বিশেষ।

এর আগেও কান চলচ্চিত্র উৎসবে এসেছি। কিন্তু এবার যেন ভিন্ন। প্রতিটি পদে এত বেশি নিরাপত্তার হিসাব-কিতাব, মনে হলো যেন প্রথমবার এলাম। প্রায়োরিটি প্রেস কার্ড নিয়েও প্রতিটি শো দেখতে অনলাইনে টিকিট বুক করতে হয়েছে। শো দেখতে সিনেমা শুরুর অন্তত ৩০ মিনিট আগে লাইনে দাঁড়াতে হয়েছে। দফায় দফায় নিরাপত্তা দেয়াল পার হতে গিয়ে মনে হয়েছে, এবারই শেষ, আর কখনো কানে আসব না। কিন্তু, সেই চিন্তা মুহূর্তেই উবে গেছে সিনেমা দেখার পর। প্রতিটি সিনেমা দেখেই মনে হয়েছে, যতদিন বেঁচে থাকব, ততদিন আসতে চাই এই আসরে।

এবারের আসরের জুরি বোর্ড প্রধান ভিনসেন্ট লিন্ডন ও জুরি সদস্য দীপিকা পাড়ুকন। ছবি: সংগৃহীত

৭৫তম এই আসরে মূল প্রতিযোগিতার জুরি ছিলেন ৯ জন। তাদের প্রধান ছিলেন ফ্রেঞ্চ অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। বাকিরা হচ্ছেন, দীপিকা পাড়ুকন, রেবেকা হল, নুমি রেপেস, জেসমিন ট্রিংকা, আসগর ফারহাদ, লেডজ লাই, জেফ নিকলস এবং জোয়াকিম ট্রিয়ের।

কান চলচ্চিত্র উৎসবের ৯টি বিভাগের মধ্যে মূল প্রতিযোগিতা হয় ৪টি এবং মূল প্রতিযোগিতার বাইরে থাকে ৫টি বিভাগ। মূল প্রতিযোগিতার বিভাগের মধ্যে রয়েছে ফিচার ফিল্মস, শর্ট ফিল্ম, উন সার্টেন রিগার্ডস ও সিনেফাউন্ডেশন। মূল প্রতিযোগিতার বাইরের বিভাগগুলো হচ্ছে, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, কান ক্লাসিক, আউট অব কম্পিটিশন এবং সিনেমা ডি লা প্লেজ।

সেরা পরিচালক পার্ক চ্যান-উক। ছবি: এএফপি

মোট ৪টি বিভাগে পুরস্কার রয়েছে ২১টি। এবারের আসরের বিজয়ীরা হচ্ছেন:

১. পাম ডি অ'র (সেরা চলচ্চিত্র): ট্রায়াঙ্গল অব স্যাডনেস, পরিচালক রুবেন অস্তলুন্ড

২. গ্র্যান্ড প্রিক্স (যৌথভাবে): ক্লোজ, পরিচালক লুকাস ঢোন্ট এবং স্টারস অ্যাট নুন, পরিচালক ক্লেয়ার ডেনিস

৩. সেরা পরিচালক: পার্ক চ্যান-উক, ডিসিশন টু লিভ সিনেমার জন্য

৪. সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ, বয় ফ্রম হ্যাভেন সিনেমার জন্য

৫. জুরি পুরস্কার (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন, পরিচালক শার্লোট ফান্দারমের্শ ও ফেলিক্স ফন গ্রোয়িনিগ্নে এবং ইও, পরিচালক জার্জি স্কলিমোবস্কি।

৬. ৭৫ বছরের বিশেষ পুরস্কার: টরি অ্যাট লকিটা, পরিচালক জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন

সেরা অভিনেত্রী জার আমির ইব্রাহিমি। ছবি: এএফপি

৭. সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি, হলি স্পাইডার সিনেমার জন্য

৮. সেরা অভিনেতা: সং কাং হো, ব্রোকার সিনেমার জন্য

৯. সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ওয়াটার মারমার্স, পরিচালক জিয়ানিং চেন

১০. স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): লরি, পরিচালক অবিনাশ বিক্রম শাহ

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ওয়াটার মারমার্সের পরিচালক জিয়ানিং চেন। ছবি: এএফপি

উন সার্টেন রিগার্ডস বিভাগের বিজয়ীরা হচ্ছেন:

১. সেরা চলচ্চিত্র: দ্য ওরস ওয়ানস, পরিচালক অ্যাকোকা ও রোমানস গুয়েরেট

২. জুরি পুরস্কার: জয়ল্যান্ড, সিয়াম সাদিক

৩. সেরা পরিচালক: মেট্রোনম, পরিচালক অ্যালেক্সান্দ্রু বেলক

৪. সেরা অভিনয়শিল্পী (যৌথভাবে): ভিকি ক্রিপস, কোর্সাগি সিনেমার জন্য এবং অ্যাডাম বেসসা, হারকা সিনেমার জন্য

৫. সেরা চিত্রনাট্য: মেডিটেরানিয়ান ফিভার, পরিচালক মাহা হাজ

৬. জুরিদের পছন্দ: রোডিও

এর বাইরে ওয়ার পনি সিনেমার জন্য ক্যামেরা ডি'অর জিতে নিয়েছেন গিনা গামেল ও রাইলি কিওফ। ক্যামেরা ডি'অর (স্পেশাল মেনশন) জিতেছেন প্ল্যান সেভেনটি ফাইভ সিনেমার জন্য হায়াকাওয়া চিয়ে।

এ ছাড়াও কনফেডারেশন বিভাগের ৩টি বিভাগে ৪টি সিনেমা বিজয়ী হয়েছে।

কানের ৭৫তম আসরে বিশেষ সম্মাননা পাম ডি’অর হাতে হলিউড সুপারস্টার টম ক্রুজ। ছবি: সংগৃহীত

কানের ৭৫তম আসরে বিশেষ সম্মাননা পাম ডি'অর দেওয়া হয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজকে। এ ছাড়াও, বিশেষ পাম ডি'অর দেওয়া হয়েছে মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রজোযক ফরেস্ট হুইটকারকে।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা রেহানা মরিয়ম নূর উন সার্টেন রিগার্ডস বিভাগে নির্বাচিত হয়। এটা বাংলাদেশের সিনেমার জন্য এক বড় সম্মান বয়ে আনে। এর মাধ্যমে বাংলাদেশের সিনেমার কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়। প্রত্যাশা রাখি যে, আগামীতে বাংলাদেশি নির্মাতাদের আরও অনেক সিনেমা কানে দেখা যাবে।

এবারের আসরে সেরা চিত্রনাট্যকার তারিক সালেহের ‘বয় ফ্রম হ্যাভেন’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

2h ago