এফডিসিতে নায়ক ইমন লাঞ্ছিত

আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। এর মধ্যেই আজ শুক্রবার সন্ধ্যায় চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
চিত্রনায়ক ইমন আজ রাত ৮টায় মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যার একটু পরে রিয়াজ ও নিপুনের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। সে সময় ওই স্থানে আগে থেকে মিশা সওদাগরের সঙ্গে থাকা একজন আমাকে ধাক্কা মারে। আমি তাকে বারবার বলছি আমি ইমন। তারপরেও উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা মারে।
ইমন আরও বলেন, আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেও দেখা করতে দিচ্ছিলো না সেই যুবক। তার হিংস্র আচরণ আমাকে বিস্মিত করেছে। পরে আমি নিপুন আপা, সাইমনসহ অনেকেই নির্বাচন কমিশনে অভিযোগপত্র দিয়েছি। বহিরাগত দিয়ে আমাদের প্রার্থীর গায়ে আঘাত করা হচ্ছে।
Comments