একসঙ্গে মৌসুমী-ওমর সানী-জায়েদ খান

প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। এর আগে, তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
জাহিদ হোসেন পরিচালিত 'সোনার চর' সিনেমাতে একসঙ্গে অভিনয় করবেন তারা।
গাজীপুরের হোতাপাড়ায় গত এক সপ্তাহ ধরে সিনেমাটির শুটিং চলছে। এতে মৌসুমীকে গ্রামের একজন প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে। ওমর সানী অভিনয় করছেন লাঠিয়ালের চরিত্রে এবং জায়েদ খান অভিনয় করছেন তরুণ মুক্তিযোদ্ধার চরিত্রে।
জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৌসুমী আপা অনেক বড় মাপের শিল্পী। আরও আগে তার সঙ্গে কাজ করতে পারলে ভালোই হতো। শুটিংয়ে তিনি অনেক আন্তরিক। মৌসুমী আপার সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি নেই। এসব মানুষের বানানো কথা।
তিনি আরও বলেন, 'দিন শেষে আমরা শিল্পী। একটি পরিবার। সিনেমা এক বিষয়, সমিতি ও নির্বাচন আরেক বিষয়।'
মৌসুমী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোনার চর সিনেমায় প্রথমবার ৩ জন একসঙ্গে কাজ করছি। দর্শক ভালো কিছু দেখতে পাবেন।'
পরিচালক জাহিদ হোসেন বলেন, 'আমি সিনেমা বানানোর সময় গল্পের ওপর জোর দিই। সোনার চর সিনেমায়ও তাই করছি। বেশ কিছু চমক থাকছে এই সিনেমায়। তার মধ্যে একটি হচ্ছে ৩ শিল্পীর প্রথমবার একসঙ্গে অভিনয়।'
Comments