সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ‍্যাপ্টার ২‌’

মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে 'কেজিএফ চ‍্যাপ্টার ২'। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন বাহুবলী, পুষ্পা, আরআরআর সিনেমার বক্সঅফিস সাফল্যকে ছাড়িয়ে যাবে।
ছবি: সংগৃহীত

মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে 'কেজিএফ চ‍্যাপ্টার ২'। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন বাহুবলী, পুষ্পা, আরআরআর সিনেমার বক্সঅফিস সাফল্যকে ছাড়িয়ে যাবে।

বোম্বে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে ৮টি প্রেক্ষাগৃহে ভোর ৩টা এব‌ং ৪টার সময় শো রাখা হয়েছে। অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরআরআরকেও ছাপিয়ে গেছে (কেজিএফ চ্যাপ্টার ২)।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দ্বিতীয় দিনে হিন্দি সংস্করণটি প্রায় ৪৩-৪৫ কোটি টাকার ব‍্যবসা করেছে। সিনেমাটি এখন পর্যন্ত শুধু হিন্দি ভাষাতেই ৯৬-৯৮ কোটি রুপি আয় করেছে। এরপর দ্বিতীয় দিনে ৮৬-৮৮ কোটি রুপি আয় করে সিনেমাটি। আর প্রথম দিনে সব মিলিয়ে আয়ের অঙ্কটা ছিল ১১৬ কোটি রুপি। মাত্র দু'দিনেই ২০০ কোটির ঘরে ঢুকেছে সিনেমাটি।

উল্লেখ্য, বলিউডে এ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব‍্যবসা করার রেকর্ড ছিল ওয়ার (৫১.৬০ কোটি) এবং ঠাগস অব হিন্দুস্তান (৫০.৭৫ কোটি) সিনেমার। কেজিএফ চ‍্যাপ্টার ২ সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

Comments

The Daily Star  | English
Psychological consequences of childhood physical punishment

Int'l day to end corporal punishment: The children grow but the scars remain

A few days ago, a post went viral on Facebook, saying “Today’s children may not comprehend why we were beaten in our childhoods”.

15h ago