টিভি ও সিনেমা

ভোটের অধিকার কেড়ে নেওয়া অভিনেত্রী শিমুকে স্মরণ করল শিল্পী সমিতি

খুন হওয়া অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর জন্য এফডিসিতে দোয়ার আয়োজন করেছে শিল্পী সমিতি। শিমু শিল্পী সমিতির সহযোগী সদস্য থাকলেও তাকে ২০১৭ সালে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ছবি: স্টার

খুন হওয়া অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর জন্য এফডিসিতে দোয়ার আয়োজন করেছে শিল্পী সমিতি। শিমু শিল্পী সমিতির সহযোগী সদস্য থাকলেও তাকে ২০১৭ সালে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

গতকাল বুধবার রাতে বিএফডিসির শিল্পী সমিতি সংলগ্ন চত্বরে শিমুর স্মরণে মিশা-জায়েদ খান প্যানেলের আয়োজনে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়ার অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের মৌসুমী, ডিপজল, রোজিনা, অরুনা বিশ্বাস, অঞ্জনাসহ অনেক শিল্পী উপস্থিত ছিলেন। শিমুর ভাই শহিদুল ইসলাম খোকনও এসময় উপস্থিত ছিলেন।

অভিনেত্রী শিমুর ভাই দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার শিমুর মরদেহ দাফন করা হয়েছে আজিমপুর গোরস্থানে। শিমুর জন্য দোয়ার আয়োজন করা ও শিল্পী সমিতিতে শোক প্রকাশের জন্য কৃতজ্ঞ। শিল্পী সমিতির কারো বিরুদ্ধে আমাদের পরিবারের অভিযোগ নেই। শিমু হত্যার খবর পাবার পর তার মরদেহ খুঁজতে বরং জায়েদ খান আমাদের সহযোগিতা করেন।'

জায়েদ খান বলেন, 'কিছু মানুষ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। প্রশাসন দ্রুত শিমুর হত্যাকারীদের খুঁজে বের করেছে। নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে বাজে রাজনীতি করা হয়েছে। এসবের জবাব ভোটের মাধ্যমে শিল্পীরা দেবেন।'

গত সোমবার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের তদন্তে জানা যায়, শিমুর স্বামী দাম্পত্য কলহের জেরে তাকে হত্যা করে মরদেহ কেরানিগঞ্জের একটি ব্রিজের কাছে ফেলে আসেন।

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

43m ago