সদস্যপদ স্থগিতের পর প্রথমবার এফডিসিতে পরীমনি

জামিনে কারামুক্তির পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন অভিনয় শিল্পী পরীমনি। 
পরীমনি। ছবি: স্টার

জামিনে কারামুক্তির পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন অভিনয় শিল্পী পরীমনি। 

আজ শুক্রবার বিকেলে এফডিসির 'মান্না ডিজিটাল কমপ্লেক্স' মিলনাতয়নে 'প্রীতিলতা' সিনেমার মিট দ্য প্রেসে অংশ নেন তিনি। 

চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়ার পর এবারই প্রথম তিনি এফডিসিতে গেলেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহুতি দিবসে 'প্রীতিলতা' চলচ্চিত্র টিমের পক্ষ থেকে এই মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। 

পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমি শুধু চরিত্র হয়ে উঠতে চাই। আমার ভেতরে ধারণ করি সেই তেজটা। ঠিকমতো শুধু চরিত্র হয়ে উঠতে চেয়েছি। আমার ওপর যারা বিশ্বাস রেখেছেন, সেটা সঠিকভাবে পূরণ করার আশা রাখছি।' 

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ইতোমধ্যে চলচ্চিত্রটির ৩৫ শতাংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে। 

সিনেমায় শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ছাড়াও অলিভিয়া নামের একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন পরীমিন।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago