চিরনিদ্রায় শায়িত ফকির আলমগীর

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর চিরনিদ্রায় শায়িত হলেন।

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর চিরনিদ্রায় শায়িত হলেন।

খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বাদ যোহর দুপুর সোয়া ২টায় তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

এর আগে আজ দুপুর ১২টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে সেখানেই তাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago