নতুন অভিজ্ঞতায় মুখোমুখি কণা-ইমরান

কণ্ঠশিল্পী কণা ও ইমরান একসঙ্গে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এই জুটি এবার গাইলেন রবীন্দ্রসংগীত।
তাদের কণ্ঠে শোনা যাবে 'আমার পরাণ যাহা চায়' গানটি। গানটির সংগীতায়োজন করেছেন ইমরান, ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
আগামী ৬ আগস্ট ইমরানের ইউটিউব চ্যানেল ও কণার ফেসবুকে গানটি প্রকাশিত হবে।

আজ রোববার সন্ধ্যায় কণা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রবীন্দ্রসংগীত সবসময় আমার অনেক পছন্দের। এই গানটিতে তিন মাস আগে কণ্ঠ দিয়েছিলাম। ইমরান কম্পোজিশন করে রেখেছিল। প্রথমবারের মতো আমি আর ইমরান রবীন্দ্রসংগীত গাইলাম। সবমিলিয়ে অভিজ্ঞতা সুন্দর।'
ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা আমার অনেক প্রিয়। গানটা এমনি গুনগুন করে গাইতাম। একদিন কণা আপুকে ভয়েজ দেওয়ার কথা বলি। পরে দেখি ভালোই লাগছে শুনতে। এখন শ্রোতারা বলবেন কেমন হয়েছে।'
এই জুটির শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে— 'দিল দিল দিল', 'ও হে শ্যাম', 'তুই কি আমার হবি রে', 'কথা দাও', 'কে কত দূরে'।
Comments